কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫২১৩
আন্তর্জাতিক নং: ৫২১৩
পায়খানায় প্রবেশের সময় আংটি খুলে রাখা
৫২১২. মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তাঁর আংটি খুলে রাখতেন।
نَزْعُ الْخَاتَمِ عِنْدَ دُخُولِ الْخَلَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ عَنْ سَعِيدِ بْنِ عَامِرٍ عَنْ هَمَّامٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلَاءَ نَزَعَ خَاتَمَهُ

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীসটি থেকে প্রমাণিত হয় যে, কুরআনের আয়াত বা আল্লাহর নাম অঙ্কিত আংটি বা অনুরূপ কিছু নিয়ে ইসিত্মঞ্জাখানায় প্রবেশ করা মাকরূহ; আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫০) অতএব তাবীজ-কবজ ইত্যাদি অনাবৃত থাকলে ইসিত্মঞ্জাখানায় প্রবেশের সময় তা খুলে নিবে অথবা ঢেকে রাখবে। খোলা ময়দানে ইসিত্মঞ্জা করার ক্ষেত্রেও উক্ত বিধান প্রযোজ্য হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৫২১৩ | মুসলিম বাংলা