কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৭. ঈমান এবং ঈমানের শাখা প্রশাখার বিবরণ

হাদীস নং: ৫০১৮
আন্তর্জতিক নং: ৫০১৮

পরিচ্ছেদঃ ঈমানের আলামত

৫০১৭. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... যিরর (রাহঃ) থেকে বর্ণিত, আলী (রাযিঃ) বলেছেন, আমার নিকট উম্মী নবী (ﷺ) এর অঙ্গীকার হচ্ছে, কেবল মু’মিনই তোমাকে ভালবাসবে, আর মুনাফিকই তোমার প্রতি শক্রতা পোষণ করবে।


সুনানে নাসায়ী - হাদীস নং ৫০১৮ | মুসলিম বাংলা