কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৬. চোরের হাত কাটার বিধান
হাদীস নং: ৪৯২৪
আন্তর্জাতিক নং: ৪৯২৪
চোরের হাত কাটার বিধান
যুহরী হতে বর্ণনাকারীদের মতপার্থক্য
৪৯২৪. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আমরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আয়িশা (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে।
كتاب قطع السارق
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى الزُّهْرِيِّ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ يُقْطَعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ هَذَا الصَّوَابُ مِنْ حَدِيثِ يَحْيَى