কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৫. ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
হাদীস নং: ৪৮৪৬
আন্তর্জাতিক নং: ৪৮৪৬
আঙ্গুলের দিয়াত
৪৮৪৬. হুসায়ন ইবনে মনসুর (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসাইয়্যেব (রাহঃ) বলেন, তিনি যখন সেই লিখিত কাগজ আমর ইবনে হাযম-এর সন্তানদের নিকট পান - যে সম্পর্কে তারা বলে থাকে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের জন্য তা লিখেছেন, তাতে তিনি লেখা পান যে, প্রতিটি আঙ্গুলের দিয়াত দশটি করে উট।
بَاب عَقْلِ الْأَصَابِعِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ لَمَّا وُجِدَ الْكِتَابُ الَّذِي عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ الَّذِي ذَكَرُوا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ لَهُمْ وَجَدُوا فِيهِ وَفِيمَا هُنَالِكَ مِنْ الْأَصَابِعِ عَشْرًا عَشْرًا


বর্ণনাকারী: