৪৫. ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
হাদীস নং: ৪৮৩৮
আন্তর্জাতিক নং: ৪৮৩৮
একজনের অপরাধে অন্যজনকে দায়ী করা
৪৮৩৮. হান্নাদ ইবনে সারী (রাহঃ) ......... আশআস (রাহঃ) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, সালাবা ইবনে য়ারবু গোত্রের জনৈক ব্যক্তি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে উপস্থিত হলাম। তিনি লোকদের সাথে কথা বলছিলেন। তখন কিছু লোক দাঁড়িয়ে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এরা অমুক গোত্রের লোক যারা অমুককে হত্যা করেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ একের অপরাধে অন্য কেউ অপরাধী হবে না।