কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৫. ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
হাদীস নং: ৪৮১৬
আন্তর্জাতিক নং: ৪৮১৬
গর্ভস্থ সন্তানের দিয়াত
৪৮১৬. কুতায়বা (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত। উমর (রাযিঃ) গর্ভস্থ বাচ্চার ব্যাপারে পরামর্শ করলেন, তখন হামল ইবনে মালিক (রাযিঃ) বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এতে একটি গুররা অর্থাৎ একটি দাস অথবা দাসী দিতে আদেশ করেছেন। তাউস (রাহঃ) বলেন, গুররা অর্থ ঘোড়া।
بَاب دِيَةِ جَنِينِ الْمَرْأَةِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ أَنَّ عُمَرَ اسْتَشَارَ النَّاسَ فِي الْجَنِينِ فَقَالَ حَمَلُ بْنُ مَالِكٍ قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنِينِ غُرَّةً قَالَ طَاوُسٌ إِنَّ الْفَرَسَ غُرَّةٌ
