৪৫. ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
হাদীস নং: ৪৭৯৮
আন্তর্জাতিক নং: ৪৭৯৮
খালিদ হাযযা (রাহঃ) থেকে বর্ণনাকারীদের পার্থক্য
৪৭৯৮. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইয়াযীদ খালিদ থেকে, তিনি কাসিম ইবনে রবীআ থেকে এবং তিনি ইয়াকূব ইবনে আওস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এর একজন সাহাবী তাঁকে বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেন তখন তিনি বলেনঃ শুনে রাখো, যে ব্যক্তি এমন ভুলক্রমে হত্যার শিকার যা ইচ্ছাকৃত হত্যা সদৃশ, অর্থাৎ বেত্রাঘাত বা লাঠির আঘাতে নিহত ব্যক্তির দিয়াত একশত উট, এর চল্লিশটি এমন হবে, যাদের পেটে বাচ্চা থাকবে।