কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৫. ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
হাদীস নং: ৪৭৯৩
আন্তর্জাতিক নং: ৪৭৯৩
খালিদ হাযযা (রাহঃ) থেকে বর্ণনাকারীদের পার্থক্য
৪৭৯৩. ইয়াহইয়া ইবনে হাবীব (রাহঃ) ......... হাম্মাদ (রাহঃ) খালিদ হাযায (রাহঃ) থেকে, তিনি কাসিম ইবনে রবীআ (রাহঃ) থেকে, তিনি উকবা ইবনে আওস (রাহঃ) থেকে এবং তিনি আব্দুল্লাহ (রাযিঃ) থেকে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শিবহে আমাদ অর্থাৎ ইচ্ছাকৃত হত্যার ন্যায় হত্যায়, বেত্রাঘাত বা লাঠি ইত্যাদির আঘাতে নিহত হয়, তার দিয়াত একশত উট, যার চল্লিশটি হবে গর্ভবতী।
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى خَالِدٍ الْحَذَّاءِ
أَخْبَرَنِي يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ أَنْبَأَنَا حَمَّادٌ عَنْ خَالِدٍ يَعْنِي الْحَذَّاءَ عَنْ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا وَإِنَّ قَتِيلَ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا مِائَةٌ مِنْ الْإِبِلِ أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا
