আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪১- হিবা তথা উপহার প্রদান, এর ফযীলত ও এতে উৎসাহ প্রদান

হাদীস নং: ২৪১৪
আন্তর্জাতিক নং: ২৫৮৫
১৬১৫. হিবার প্রতিদান দেওয়া
২৪১৪। মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাদিয়া কবুল করতেন এবং তার প্রতিদানও দিতেন। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ওয়াকী ও মুহাযির (রাহঃ) হিশাম থেকে তার পিতা সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে উল্লেখ করেন নি।
باب الْمُكَافَأَةِ فِي الْهِبَةِ
2585 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا» ، لَمْ يَذْكُرْ وَكِيعٌ، وَمُحَاضِرٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ২৪১৪ | মুসলিম বাংলা