আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪১- হিবা তথা উপহার প্রদান, এর ফযীলত ও এতে উৎসাহ প্রদান

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৭৭
১৬১১. হাদিয়া গ্রহণ করা
২৪০৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)- এর খিদমতে কিছু গোশত আনা হল এবং বলা হল যে, এটা আসলে বারীরার কাছে সাদ্‌কারূপে এসেছিল। তখন তিনি বললেন, এটা তার জন্য সাদ্‌কা আর আমাদের জন্য হাদিয়া।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন