কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪২. শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪৩৪৭
আন্তর্জাতিক নং: ৪৩৪৭
মোরগের গোশত খাওয়ার বৈধতা
৪৩৪৮. আলী ইবনে হুজর (রাহঃ) ......... যাহদাম জারমী (রাহঃ) বলেন, আমরা আবু মুসা (রাযিঃ) এর নিকট ছিলাম, এমন সময় তাঁর খানা আনা হলো আর তাতে মুরগীর গোশত ছিল। উপস্থিত লোকদের মধ্যে তায়মুল্লাহ গোত্রের রক্তিম বর্ণের এক ব্যক্তি যে ক্রীতদাস ছিল, সে নিকটে আসলো না। তখন আবু মুসা (রাযিঃ) তাকে বললেনঃ নিকটে এসো, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এটা খেতে দেখেছি।
بَاب إِبَاحَةِ أَكْلِ لُحُومِ الدَّجَاجِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ الْقَاسِمِ التَّمِيمِيِّ عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ قَالَ كُنَّا عِنْدَ أَبِي مُوسَى فَقُدِّمَ طَعَامُهُ وَقُدِّمَ فِي طَعَامِهِ لَحْمُ دَجَاجٍ وَفِي الْقَوْمِ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مَوْلًى فَلَمْ يَدْنُ فَقَالَ لَهُ أَبُو مُوسَى ادْنُ فَإِنِّي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৪৩৪৭ | মুসলিম বাংলা