কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪১. ফারা' এবং আতীরার অধ্যায়

হাদীস নং: ৪২৫৫
আন্তর্জাতিক নং: ৪২৫৫
হিংস্র জন্তুর চামড়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা
৪২৫৬. আমর ইবনে উসমান (রাহঃ) ......... খালিদ (রাহঃ) বলেন, মিকদাম ইবনে মা’দী কারীব (রাযিঃ) মুআবিয়া (রাযিঃ) এর নিকট এসে বললেনঃ আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হিংস্র জন্তুর চামড়া পরিধান করতে এবং তার উপর বসতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
النَّهْيُ عَنْ الِانْتِفَاعِ بِجُلُودِ السِّبَاعِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ عَنْ بَحِيرٍ عَنْ خَالِدٍ قَالَ وَفَدَ الْمِقْدَامُ بْنُ مَعْدِيكَرِبَ عَلَى مُعَاوِيَةَ فَقَالَ لَهُ أَنْشُدُكَ بِاللَّهِ هَلْ تَعْلَمُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبُوسِ جُلُودِ السِّبَاعِ وَالرُّكُوبِ عَلَيْهَا قَالَ نَعَمْ
সুনানে নাসায়ী - হাদীস নং ৪২৫৫ | মুসলিম বাংলা