কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪১. ফারা' এবং আতীরার অধ্যায়

হাদীস নং: ৪২৪২
আন্তর্জাতিক নং: ৪২৪২
মৃত জন্তুর চামড়া
৪২৪৩. রবী’ ইবনে সুলায়মান ইবনে দাউদ (রাহঃ) ......... ইবনে ওয়া’লা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন, আমরা পশ্চিম আফ্রিকায় জিহাদে গমন করি এবং সেখানকার লোক প্রতিমাপূজক। তাদের নিকট পানি এবং দুধের মশক থাকে। ইবনে আব্বাস (রাযিঃ) বললেনঃ কোন চামড়া দাবাগত করলে তা পাক হয়ে যায়। ইবনে ওয়ালা বললেনঃ এটি কি আপনি নিজের পক্ষ থেকে বলেছেন, না রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেন, বরং রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট শুনেছি।
جُلُودُ الْمَيْتَةِ
أَخْبَرَنِي الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ قَالَ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ بَكْرٍ وَهُوَ ابْنُ مُضَرَ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ أَنَّهُ سَمِعَ أَبَا الْخَيْرِ عَنْ ابْنِ وَعْلَةَ أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ إِنَّا نَغْزُو هَذَا الْمَغْرِبَ وَإِنَّهُمْ أَهْلُ وَثَنٍ وَلَهُمْ قِرَبٌ يَكُونُ فِيهَا اللَّبَنُ وَالْمَاءُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ الدِّبَاغُ طَهُورٌ قَالَ ابْنُ وَعْلَةَ عَنْ رَأْيِكَ أَوْ شَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلْ عَنْ رَسُولِ اللَّهِ
সুনানে নাসায়ী - হাদীস নং ৪২৪২ | মুসলিম বাংলা