কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪১. ফারা' এবং আতীরার অধ্যায়
হাদীস নং: ৪২৪০
আন্তর্জাতিক নং: ৪২৪০
ফারা' এবং আতীরার অধ্যায়
মৃত জন্তুর চামড়া
৪২৪১. মুহাম্মাদ ইবনে আব্দুল আযীয ইবনে আবু রিযমা (রাহঃ) ......... নবী (ﷺ) এর সহধর্মিণী সাওদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের একটি বকরী মারা গেল আমরা তার চামড়া দাবাগত করে রং করে তাতে নাবীয তৈরী করতাম। পরে তা পুরাতন মশকে পরিণত হয়।
كتاب الفرع والعتيرة
جُلُودُ الْمَيْتَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ سَوْدَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ مَاتَتْ شَاةٌ لَنَا فَدَبَغْنَا مَسْكَهَا فَمَا زِلْنَا نَنْبِذُ فِيهَا حَتَّى صَارَتْ شَنًّا