কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪১. ফারা' এবং আতীরার অধ্যায়
হাদীস নং: ৪২৩৪
আন্তর্জাতিক নং: ৪২৩৪
মৃত জন্তুর চামড়া
৪২৩৫. কুতায়বা (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি মৃত পড়ে থাকা বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেনঃ এটি কার? লোকেরা বললোঃ এটি মায়মূনা (রাযিঃ)-এর বকরী। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যদি সে এর চামড়া কাজে লাগাত তবে কোন পাপ ছিল না। লোকেরা বললো, এটি তোমরা মৃত। তিনি বললেনঃ আল্লাহ্ তাআলা একে খাওয়া হারাম করেছেন।
جُلُودُ الْمَيْتَةِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى شَاةٍ مَيِّتَةٍ مُلْقَاةٍ فَقَالَ لِمَنْ هَذِهِ فَقَالُوا لِمَيْمُونَةَ فَقَالَ مَا عَلَيْهَا لَوْ انْتَفَعَتْ بِإِهَابِهَا قَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَكْلَهَا
