কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪১. ফারা' এবং আতীরার অধ্যায়
হাদীস নং: ৪২২৪
আন্তর্জাতিক নং: ৪২২৪
(ফারা এবং ’আতীরা)
৪২২৫. আমর ইবনে যুরারা (রাহঃ) ......... মিখনাফ ইবনে সুলায়ম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আরাফায় রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে অবস্থানরত ছিলাম। তখন তিনি বললেনঃ হে লোক সকল! প্রতি বছর প্রত্যেক পরিবারে একটি কুরবানী করা ওয়াজিব এবং একটি আতীরা।* মুআয (রাযিঃ) বলেন, ইবনে আউন রজবে আতীরা করতেন, আমি স্বচক্ষে তা দেখেছি।
* প্রথমদিকে 'আতীরা ওয়াজিব ছিল। পরে তা রহিত হয়ে যায়। এখন চাইলে কেউ আল্লাহর উদ্দেশ্যে এরূপ যবেহ করতে পারে; কিন্তু করা অপরিহার্য নয়।
* প্রথমদিকে 'আতীরা ওয়াজিব ছিল। পরে তা রহিত হয়ে যায়। এখন চাইলে কেউ আল্লাহর উদ্দেশ্যে এরূপ যবেহ করতে পারে; কিন্তু করা অপরিহার্য নয়।
باب
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ مُعَاذٍ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ قَالَ حَدَّثَنَا أَبُو رَمْلَةَ قَالَ أَنْبَأَنَا مِخْنَفُ بْنُ سُلَيْمٍ قَالَ بَيْنَا نَحْنُ وُقُوفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ عَلَى أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةً وَعَتِيرَةً قَالَ مُعَاذٌ كَانَ ابْنُ عَوْنٍ يَعْتِرُ أَبْصَرَتْهُ عَيْنِي فِي رَجَبٍ


বর্ণনাকারী: