কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪১. ফারা' এবং আতীরার অধ্যায়

হাদীস নং: ৪২২২
আন্তর্জাতিক নং: ৪২২২
(ফারা এবং 'আতীরা)
৪২২৩. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এখন ফারা' এবং আতীরা* নেই।

* উট প্রথমবার যেই বাচ্চা প্রসব করে তা মূর্তির নামে যবেহ করা হতো, একে ফারা' বলা হয়। আর রজব মাসে যে বকরী যবেহ করা হত, তাকে 'আতীরা বলা হয়।
باب
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৪২২২ | মুসলিম বাংলা