আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং: ২৩৬
১৬৫। ঘি এবং পানিতে নাপাকী পড়া।
২৩৬। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে ‘ঘি’র মধ্যে ইঁদুর পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ ইঁদুরটি এবং তার আশপাশ থেকে ফেলে দাও।
মা’ন (রাহঃ) বলেন, মালিক (রাহঃ) আমার কাছে বহুবার এভাবে বর্ণনা করেছেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে এবং ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) থেকেও।
মা’ন (রাহঃ) বলেন, মালিক (রাহঃ) আমার কাছে বহুবার এভাবে বর্ণনা করেছেনঃ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে এবং ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) থেকেও।
باب مَا يَقَعُ مِنَ النَّجَاسَاتِ فِي السَّمْنِ وَالْمَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ " خُذُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ ". قَالَ مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ.
