কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৭. কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে

হাদীস নং: ৪০৫৫
আন্তর্জাতিক নং: ৪০৫৫
কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
আবু ইসহাক (রাহঃ)-এর থেকে বর্ণনাকারীদের বর্ণনাভেদ
৪০৫৬. সাফওয়ান ইবনে আমর (রাহঃ) ......... ইসরাঈল (রাহঃ) আবু ইসহাক থেকে, তিনি শা’বী থেকে, তিনি জারীর (রাযিঃ) থেকে। তিনি বলেন, যে গোলাম পালিয়ে মুশরিকদের দেশে চলে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।
كتاب المحاربة / تحريم الدم
الِاخْتِلَافُ عَلَى أَبِي إِسْحَقَ
أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ عَمْرٍو قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ جَرِيرٍ قَالَ أَيُّمَا عَبْدٍ أَبَقَ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ
সুনানে নাসায়ী - হাদীস নং ৪০৫৫ | মুসলিম বাংলা