কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩৭. কোন প্রাণের বিনাশ/রক্তপাত অবৈধ হওয়া প্রসঙ্গে
হাদীস নং: ৩৯৯৮
আন্তর্জাতিক নং: ৩৯৯৮
হত্যা করা কঠিন অপরাধ
৩৯৯৮. জুনদাব (রাঃ) বলেনঃ অতঃপর তিনি আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিহত ব্যক্তি কিয়ামতের দিন তার হত্যাকারীকে নিয়ে আসবে এবং বলবেঃ তাকে জিজ্ঞাসা কর কেন সে আমাকে হত্যা করেছে, সে বলবেঃ আমি তাকে হত্যা করেছি। অমুক রাজ্য।” জুনদাব বলল, “সুতরাং সাবধান হও।”
باب تَعْظِيمُ الدَّمِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: أَخْبَرَنِي شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ قَالَ: قَالَ جُنْدَبٌ: حَدَّثَنِي فُلَانٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَجِيءُ الْمَقْتُولُ بِقَاتِلِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي، فَيَقُولُ: قَتَلْتُهُ عَلَى مُلْكِ فُلَانٍ "، قَالَ جُنْدَبٌ: «فَاتَّقِهَا»


বর্ণনাকারী: