৩৮৪৮. ইবরাহীম ইবনে ইয়াকূব (রাহঃ) ......... ইমরান ইবনে হুসায়ন (রাযিঃ) বলেন, এক ব্যক্তি মান্নত করলো যে, সে তার কওমের মসজিদে নামায পড়তে উপস্থিত হবে না। ইমরান (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আল্লাহর অসন্তুষ্টিতে মান্নত করা বৈধ নয়। আর এর কাফফারা হলো কসমের কাফফারা।