কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৩. রুকবা আকারে দান করা

হাদীস নং: ৩৭০৮
আন্তর্জাতিক নং: ৩৭০৮
এ প্রসঙ্গে যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসে আলী ইবনে আবু নাজীহ্ (রাহঃ)-এর বর্ণনায় বর্ণনা বিরোধ।
৩৭০৯. যাকারিয়া ইবনে ইয়াহইয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা করা উচিত নয়, তবে যার জন্য কিছু রুকবা করা হয়, তা মীরাসের পন্থায় চলবে।
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى ابْنِ أَبِي نَجِيحٍ فِي خَبَرِ زَيْدِ بْنِ ثَابِتٍ فِيهِ
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ طَاوُسٍ لَعَلَّهُ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَا رُقْبَى فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৭০৮ | মুসলিম বাংলা