কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩৩. রুকবা আকারে দান করা
হাদীস নং: ৩৭০৬
আন্তর্জাতিক নং: ৩৭০৬
রুকবা* আকারে দান।
এ প্রসঙ্গে যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসে আলী ইবনে আবু নাজীহ্ (রাহঃ)-এর বর্ণনায় বর্ণনা বিরোধ।
এ প্রসঙ্গে যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসে আলী ইবনে আবু নাজীহ্ (রাহঃ)-এর বর্ণনায় বর্ণনা বিরোধ।
৩৭০৭. হিলাল ইবনে আলা (রাহঃ) ......... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, রুকবা বৈধ (কার্যকর)।
* এক ব্যক্তি অপর ব্যক্তিকে বললোঃ আমি এই ঘর তোমাকে দান করলাম। এই শর্তে যে, যদি তোমার পূর্বে আমার মৃত্যু হয়, তবে এ ঘর তোমার হবে। আর আমার পূর্বে তোমার মৃত্যু হলে, ঘর আমার থাকবে। এইরূপভাবে দান করাকে রুকবা বলা হয়।
* এক ব্যক্তি অপর ব্যক্তিকে বললোঃ আমি এই ঘর তোমাকে দান করলাম। এই শর্তে যে, যদি তোমার পূর্বে আমার মৃত্যু হয়, তবে এ ঘর তোমার হবে। আর আমার পূর্বে তোমার মৃত্যু হলে, ঘর আমার থাকবে। এইরূপভাবে দান করাকে রুকবা বলা হয়।
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى ابْنِ أَبِي نَجِيحٍ فِي خَبَرِ زَيْدِ بْنِ ثَابِتٍ فِيهِ
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ سُفْيَانَ عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ طَاوُسٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الرُّقْبَى جَائِزَةٌ


বর্ণনাকারী: