কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩০. ওছিয়াত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৬৬৬
আন্তর্জাতিক নং: ৩৬৬৬
সুফিয়ানের বর্ণনায় বর্ণনা বিরোধ
৩৬৬৭. ইবরাহীম ইবনে হাসান (রাহঃ) ......... সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর মাতা ইনতিকাল করলে, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার মা ইনতিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে সাদ্‌কা করবো? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি [সা’দ (রাযিঃ)] বললেনঃ কোন্ সাদ্‌কা উত্তম? তিনি বললেনঃ পানি পান করানো। সেটাই মদীনায় (এখনো) সা’দ (রাযিঃ)-এর পানি পান করানোর ব্যবস্থাপনা (অব্যাহত রয়েছে)।
ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى سُفْيَانَ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ عَنْ حَجَّاجٍ قَالَ سَمِعْتُ شُعْبَةَ يُحَدِّثُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قَالَ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৬৬৬ | মুসলিম বাংলা