আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৬- যুলুম - নির্যাতন ও কিসাসের অধ্যায়
হাদীস নং: ২৩১২
আন্তর্জাতিক নং: ২৪৭৪
১৫৫৪. মালিকের অনুমতি ছাড়া ছিনিয়ে নেয়া। উবাদা (রাযিঃ) বলেন, আমরা নবী (ﷺ)- এর কাছে এ মর্মে বায়আত করেছি যে, আমরা লুটপাট করব না
২৩১২। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) .... আদী ইবনে সাবিত (রাহঃ)- এর নানা আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রাযিঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, নবী (ﷺ) লুটতারাজ করতে এবং জীবকে বিকলাঙ্গ করতে নিষেধ করেছেন।
باب النُّهْبَى بِغَيْرِ إِذْنِ صَاحِبِهِ وَقَالَ عُبَادَةُ بَايَعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ نَنْتَهِبَ
2474 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّ، - وَهُوَ جَدُّهُ أَبُو أُمِّهِ - قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ»


বর্ণনাকারী: