আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং: ২৩১
১৬৩। জানাবাতের নাপাকী বা অন্য কিছু ধোয়ার পর যদি ভিজা দাগ থেকে যায়
২৩১। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আমর ইবনে মায়মুন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ কাপড়ে জানাবাতের নাপাকী লাগা সম্পর্কে আমি সুলাইমান ইবনে ইয়াসার (রাহঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আয়িশা (রাযিঃ) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম। এরপর তিনি নামাযে বেরিয়ে যেতেন আর তাতে পানি দিয়ে ধোয়ার চিহ্ন থাকত।
باب إِذَا غَسَلَ الْجَنَابَةَ أَوْ غَيْرَهَا فَلَمْ يَذْهَبْ أَثَرُهُ
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ فِي الثَّوْبِ تُصِيبُهُ الْجَنَابَةُ قَالَ قَالَتْ عَائِشَةُ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِيهِ بُقَعُ الْمَاءِ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)