কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৩৩৬৭
আন্তর্জাতিক নং: ৩৩৬৭
মুত’আ হারাম হওয়া সম্পর্কে
৩৩৭০. আমর ইবনে আলী, মুহাম্মাদ ইবনে বাশশার এবং মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... মালিক ইবনে আনাস অবহিত করেছেন যে, ইবনে শিহাব (রাহঃ) তাকে অবহিত করেছেন, মুহাম্মাদ ইবনে আলীর দুই ছেলে আব্দুল্লাহ এবং হাসান তাকে অবহিত করেছেন যে, তাদের পিতা মুহাম্মাদ ইবনে আলী তাদের অবহিত করেছেন। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বরের দিন মেয়েদের সাথে মুত’আ করা হতে নিষেধ করেছেন। ইবনে মুসান্না (রাহঃ) বলেছেনঃ হুনায়নের দিন। তিনি বলেন, আব্দুল ওয়াহহাব তার কিতাব থেকে আমাদের নিকট এমনই বর্ণনা করেছেন।
تَحْرِيمُ الْمُتْعَةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالُوا أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ وَالْحَسَنَ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ أَخْبَرَاهُ أَنَّ أَبَاهُمَا مُحَمَّدَ بْنَ عَلِيٍّ أَخْبَرَهُمَا أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ عَنْ مُتْعَةِ النِّسَاءِ قَالَ ابْنُ الْمُثَنَّى يَوْمَ حُنَيْنٍ وَقَالَ هَكَذَا حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ مِنْ كِتَابِهِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৩৬৭ | মুসলিম বাংলা