কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ৩২৫২
আন্তর্জাতিক নং: ৩২৫২
বিবাহ প্ৰস্তাবে মহিলার নামায আদায় এবং এ ব্যাপারে ইস্তিখারা করা
৩২৫৫. আহমদ ইবনে ইয়াহইয়া সূফী (রাহঃ) ......... ঈসা ইবনে তাহমান আবু বকর বর্ণনা করেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছি, যয়নাব বিনতে জাহশ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর অন্যান্য বিবিদের নিকট গর্ব করে বলতেনঃ আল্লাহ্ তাআলা আমাকে বিবাহ দিয়েছেন আসমানে, আর এ ব্যাপারে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে।
صَلَاةُ الْمَرْأَةِ إِذَا خُطِبَتْ وَاسْتِخَارَتُهَا رَبَّهَا
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ أَبُو بَكْرٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ كَانَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْكَحَنِي مِنْ السَّمَاءِ وَفِيهَا نَزَلَتْ آيَةُ الْحِجَابِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৩২৫২ | মুসলিম বাংলা