আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৫- কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৪২৭
১৫১৩. হারিয়ে যাওয়া উট
২২৬৬। আমর ইবনে আব্বাস (রাহঃ) ....যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন এসে নবী (ﷺ) কে পড়ে থাকা বস্তু গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি (ﷺ) বললেনঃ এক বছর যাবত এর ঘোষণা দিতে থাক। এরপর থলে ও তার বাঁধন স্মরণ রাখ। এর মধ্যে যদি কোন ব্যক্তি আসে এবং তোমাকে তার বিবরণ দেয় (তবে তাকে দিয়ে দিবে), নতুবা তুমি তা ব্যবহার করবে। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! হারানো বস্তু যদি বকরী হয়? তিনি (নবী ﷺ) বললেনঃ সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের জন্য। সে আবার বলল, হারানো বস্তু উট হলে? রাসূল (ﷺ) এর চেহারায় রাগের ভাব ফুটে উঠল। তিনি (ﷺ) বললেন, এতে তোমার কি প্রয়োজন? তার সাথেই (জুতার ন্যায়) ক্ষুর ও পানির পাত্র রয়েছে, সে পানি পান করবে এবং গাছের পাতা খাবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন