কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ৩০৮১
আন্তর্জাতিক নং: ৩০৮১
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপের সময় মুহরিমের তালবিয়া পাঠ বন্ধ করে দেয়া
৩০৮৪. হিলাল ইবনে আলা ইবনে হিলাল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, ফযল (রাযিঃ) তার কাছে বর্ণনা করছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) কংকর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকেন
كتاب مناسك الحج
بَاب قَطْعِ الْمُحْرِمِ التَّلْبِيَةِ إِذَا رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ
أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ بْنِ هِلَالٍ قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ قَالَ حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ حَدَّثَنَا خُصَيْفٌ عَنْ مُجَاهِدٍ وَعَامِرٌ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ