কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ

হাদীস নং: ৩০১৮
আন্তর্জাতিক নং: ৩০১৮
আরাফায় অবস্থান করা ফরয
৩০২১. ইবরাহীম ইবনে ইউনুস ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, উসামা ইবনে যায়দ (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আরাফা হতে প্রত্যাবর্তন করলেন, তখন আমি তার পেছনে সওয়ার ছিলাম। তিনি তাঁর সওয়ারীর লাগাম টেনে ধরলেন যাতে তাঁর কর্ণদ্বয় হাওদার সম্মুখভাগে লাগার উপক্রম হলো, আর তখন তিনি বলছিলেনঃ হে লোক সকল! শান্ত এবং ধীর গতিতে চলে। কেননা, উটকে দ্রুত চালনা করে তাকে কষ্ট দেওয়ার মধ্যে কোন পুণা নেই।
فَرْضُ الْوُقُوفِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يُونُسَ بْنِ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَاسٍ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ قَالَ أَفَاضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ وَأَنَا رَدِيفُهُ فَجَعَلَ يَكْبَحُ رَاحِلَتَهُ حَتَّى أَنَّ ذِفْرَاهَا لَيَكَادُ يُصِيبُ قَادِمَةَ الرَّحْلِ وَهُوَ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ فَإِنَّ الْبِرَّ لَيْسَ فِي إِيضَاعِ الْإِبِلِ

হাদীসের ব্যাখ্যা:

এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের কথা। তিনি আরাফার দিন সূর্যাস্তের পর সাহাবায়ে কেরামকে নিয়ে মুযদালিফায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে বিপুল সংখ্যক লোক। সকলেই দ্রুত যাওয়ার জন্য উটগুলোকে সজোরে হাঁকাচ্ছিল। কেউ কেউ পেটাচ্ছিল। তাতে উটগুলো উচ্চস্বরে আওয়াজ করছিল। সব মিলে খুব শোরগোল হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শোরগোল শুনে তাদের দিকে ফিরে তাকালেন এবং লাঠি দিয়ে ইশারা করে বললেন-
يَا أَيُّهَا النَّاسُ، عَلَيكُم بِالسَّكِينَةِ، فَإِنَّ البِرَّ لَيسَ بِالإيضَاعِ (হে লোকসকল! তোমরা শান্তভাবে চলো। কেননা দ্রুত চলায় কোনও পুণ্য নেই)। অর্থাৎ এটা হজ্জের আমল। মিনা, আরাফা ও মুযদালিফা হজ্জের অনুষ্ঠানাদি পালনের স্থান। সে হিসেবে এগুলো আল্লাহ তা'আলার নিদর্শন। এসবকে সম্মান করা জরুরি। সে সম্মানের দাবি হল আদবের সঙ্গে চলা। এ চলাটা সাধারণ কোনও চলা নয়। আরাফা থেকে মুযদালিফা গমন হজ্জেরই একটা আমল। তাই এ চলার স্বতন্ত্র মহিমা আছে। শোরগোল করার দ্বারা সে মহিমা ক্ষুণ্ণ হয়। কাজেই উটগুলোকে দ্রুত না হাঁকিয়ে ধীরে চালাও। তোমরা শান্তভাবে চলো। হইচই করো না। হজ্জের ভাবগাম্ভীর্য রক্ষা করো। আমাদের উদ্দেশ্য তো নেকী লাভ করা। দ্রুত চলাটা নেকী লাভের উপায় নয়। তাতে কেবল কষ্টই বাড়ে। পশুদেরও শুধু শুধু কষ্ট দেওয়া হয়। নেকী লাভের উপায় হল আল্লাহর সামনে বিনয়, নম্রতা এবং নিজ ক্ষুদ্রতা ও হীনতা প্রকাশ করা। ধীর-শান্তভাবে চলার দ্বারাই তার প্রকাশ হয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. হজ্জের স্থানসমূহে চলাচলের ক্ষেত্রে ধীর-শান্ত ভাব বজায় রাখতে হবে।

খ. যে-কোনও মর্যাদাপূর্ণ স্থানে গমন ও মর্যাদাপূর্ণ কাজ করার সময় ভাবগাম্ভীর্য বজায় রাখা উচিত।

গ. দ্রুত চলাটা পুণ্য লাভের উপায় নয়। বরং পুণ্য লাভ করার উপায় হল বিনয়-নম্রতার সঙ্গে চলা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)