কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ

হাদীস নং: ২৯২২
আন্তর্জাতিক নং: ২৯২২
তাওয়াফে কথা বলার বৈধতা
২৯২৫. ইউসুফ (রাহঃ) ও হারিছ ইবনে মিসকীন (রাহঃ) ......... তাউস (রাহঃ) এমন এক ব্যক্তির সূত্রে বর্ণনা করেন যে, যিনি নবী (ﷺ) এর সাক্ষাত লাভ করেছেন, তিনি বলেন, বায়তুল্লাহর তাওয়াফ করাও নামাযের ন্যায়। অতএব কথা কমই বলবে।

শব্দ ইউসুফের, হানজালা ইবনে আবু সুফইয়ান (রাহঃ)-এর বর্ণনায় আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর উল্লেখ করেছেন। যেখানে অপর রাবী হাসান ইবনে মুসলিম-এর নাম উল্লেখ করেন নি।
إِبَاحَةُ الْكَلَامِ فِي الطَّوَافِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ عَنْ ابْنِ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ عَنْ رَجُلٍ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ فَأَقِلُّوا مِنْ الْكَلَامِ اللَّفْظُ لِيُوسُفَ خَالَفَهُ حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান