আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং: ২২৪
১৫৮। দাঁড়িয়ে এবং বসে পেশাব করা
২২৪। আদম (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর পানি চাইলেন। আমি তাঁকে পানি নিয়ে দিলাম। তিনি উযু করলেন।*
* সাধারণত বসে পেশাব করাই ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর অভ্যাস। এজন্যই আয়িশা (রাঃ) বলেন, যে ব্যক্তি তোমাদের বলবে যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন--- তার কথা বিশ্বাস করো না। (তিরমিযি, নাসাঈ)। এই একটি মাত্র স্থানেই তাঁর অভ্যাসের ব্যতিক্রম পাওয়া যায়। এর কারণ সম্পর্কে আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন। (বায়হাকী, হাকেম)।
* সাধারণত বসে পেশাব করাই ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর অভ্যাস। এজন্যই আয়িশা (রাঃ) বলেন, যে ব্যক্তি তোমাদের বলবে যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন--- তার কথা বিশ্বাস করো না। (তিরমিযি, নাসাঈ)। এই একটি মাত্র স্থানেই তাঁর অভ্যাসের ব্যতিক্রম পাওয়া যায়। এর কারণ সম্পর্কে আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন। (বায়হাকী, হাকেম)।
باب الْبَوْلِ قَائِمًا وَقَاعِدًا
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.


বর্ণনাকারী: