কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৮৬৭
আন্তর্জাতিক নং: ২৮৬৭
ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ
২৮৭০. কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় শিরস্ত্ৰাণ ছিল। তখন তাঁকে বলা হলোঃ ইবনে খাতাল কাবার গিলাফ ধরে আছে। তিনি বললেনঃ তাকে হত্যা কর।[১]
[১] হানাফী মাযহাবে ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করা জাইয নয়। আলোচ্য হাদীসের জবাবে হানাফীদের পক্ষ থেকে হয়েছিল। কারণ, অন্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন “আমার জন্য দিনের কিয়দংশে (ইহরাম ব্যতীত) মক্কায় প্রবেশ করা বৈধ করা হয়েছে।
[১] হানাফী মাযহাবে ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করা জাইয নয়। আলোচ্য হাদীসের জবাবে হানাফীদের পক্ষ থেকে হয়েছিল। কারণ, অন্য হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন “আমার জন্য দিনের কিয়দংশে (ইহরাম ব্যতীত) মক্কায় প্রবেশ করা বৈধ করা হয়েছে।
دُخُولُ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ وَعَلَيْهِ الْمِغْفَرُ فَقِيلَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ اقْتُلُوهُ
