আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৩- ঋন গ্রহন,পরিশোধ,নিষেধাজ্ঞা আরোপ ও দেউলিয়া/নিঃস্ব হয়ে যাওয়া সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৩৯৪
১৪৮৯. উত্তমরূপে ঋণ পরিশোধ করা
২২৩৬। খাল্লাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ....জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) এর কাছে আসলাম। তখন তিনি মসজিদে ছিলেন। মিসআর (রাহঃ) বলেন, আমার মনে হয়, তিনি বলেছেন, তা ছিল চাশতের ওয়াক্ত। তিনি বললেন, দু’ রাকা'আত নামায আদায় কর। তাঁর কাছে আমার কিছু ঋণ প্রাপ্য ছিল। তিনি আমার ঋণ আদায় করলেন এবং পাওনার চাইতেও বেশী দিলেন।
