কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৭২৩
আন্তর্জাতিক নং: ২৭২৩
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হজ্জে কিরান
২৭২৫. ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... মারওয়ান (রাহঃ) বর্ণনা করেন, উসমান (রাযিঃ) হজ্জে তামাত্তু এবং কোন ব্যক্তির হজ্জ ও উমরাহ একত্র করতে নিষেধ করেন। তখন আলী (রাযিঃ) এক সঙ্গে বলেন, লাব্বায়কা। তখন উসমান (রাযিঃ) বললেনঃ আমি তা(হজ্জ ও উমরার ইহরাম একসঙ্গে করা) নিষেধ করা সত্ত্বেও কি তুমি তা করছে? আলী (রাযিঃ) বললেনঃ কোন লোকের কথায় আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর সুন্নত পরিত্যাগ করতে পারি না।
كتاب مناسك الحج
الْقِرَانُ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا أَبُو عَامِرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ قَالَ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ حُسَيْنٍ يُحَدِّثُ عَنْ مَرْوَانَ أَنَّ عُثْمَانَ نَهَى عَنْ الْمُتْعَةِ وَأَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَقَالَ عَلِيٌّ لَبَّيْكَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا فَقَالَ عُثْمَانُ أَتَفْعَلُهَا وَأَنَا أَنْهَى عَنْهَا فَقَالَ عَلِيٌّ لَمْ أَكُنْ لِأَدَعَ سُنَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَحَدٍ مِنْ النَّاسِ
বর্ণনাকারী: