কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৭১৫
আন্তর্জাতিক নং: ২৭১৫
হজ্জে ইফরাদ
২৭১৭. উবায়দুল্লাহ্ ইবনে সাঈদ ও ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ইফরাদ হজ্জ করেছেন।[১]
[১] শুধু হজ্জের ইহরাম বেঁধে তা সম্পন্ন করাকে ‘ইফরাদ'. একই সংগে হজ্জ ও উমরার ইহরাম বেঁধে প্রথমে উমরা সম্পন্ন করে ইহরাম অবস্থায় থেকে (হালাল না হয়ে) যথাসময়ে হজ্জ সম্পন্ন করাকে 'কিরান' এবং প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করার পরে হালাল হয়ে এবং পরে (হজ্জের কাছাকাছি সময়ে) নতুন করে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ সম্পন্ন করাকে 'তামাত্তু' বলে
[১] শুধু হজ্জের ইহরাম বেঁধে তা সম্পন্ন করাকে ‘ইফরাদ'. একই সংগে হজ্জ ও উমরার ইহরাম বেঁধে প্রথমে উমরা সম্পন্ন করে ইহরাম অবস্থায় থেকে (হালাল না হয়ে) যথাসময়ে হজ্জ সম্পন্ন করাকে 'কিরান' এবং প্রথমে উমরার ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করার পরে হালাল হয়ে এবং পরে (হজ্জের কাছাকাছি সময়ে) নতুন করে হজ্জের ইহরাম বেঁধে হজ্জ সম্পন্ন করাকে 'তামাত্তু' বলে
إِفْرَادُ الْحَجِّ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْرَدَ الْحَجَّ
