আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩২- সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৩৮০
১৪৮২. খেজুরের বা অন্য কিছুর বাগানে কোন লোকের চলার পথ কিংবা পানির কূপ থাকা।
২২২৩। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ....যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) অনুমান করে শুকনো খেজুরের বিনিময়ে আরায়্যা* বিক্রি করার অনুমতি দিয়েছেন।
*আরায়্যা-এর ব্যাখ্যা পরিচ্ছেদ নং ১৩৬০ দ্রষ্টব্য।
*আরায়্যা-এর ব্যাখ্যা পরিচ্ছেদ নং ১৩৬০ দ্রষ্টব্য।


বর্ণনাকারী: