আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩২- সেচকার্য সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৩৭৭
১৪৮০. জায়গীর লিখে দেওয়া। লাইস (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আনাসদেরকে বাহরাইনে জায়গীর দেওয়ার জন্য ডাকলেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি তা করেন, তা হলে আমাদের কুরাইশ ভাইদের জন্যও অনুরূপ জায়গীর লিখে দেন। কিন্ত রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট তখন তা ছিলো না। তারপর তিনি বলেন, আমার পর শীঘ্রই দেখবে, তোমাদের উপর অন্যদের প্রাধান্য দেয়া হচ্ছে। তখন তোমরা সবর করবে, আমার সঙ্গে মিলিত হওয়া (মৃত্যু) পর্যন্ত।
পরিচ্ছেদঃ ১৪৮১. পানির কাছের উটের দুধ দোহন করা
পরিচ্ছেদঃ ১৪৮১. পানির কাছের উটের দুধ দোহন করা
২২২১। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন উটের হক এই যে, পানির কাছে তার দুধ দোহন করা।
