কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৫১০
আন্তর্জাতিক নং: ২৫১০
সাদ্কায়ে ফিতরের পরিমাণ
২৫১২. কুতায়বা (রাহঃ) ......... আবু রাজা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে তোমাদের মিম্বর অর্থাৎ বসরার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দানরত অবস্থায় বলতে শুনেছি যে, সাদ্কায়ে ফিতরের পরিমাণ হল এক সা’ করে খাদ্য দ্রব্য।
مَكِيلَةُ زَكَاةِ الْفِطْرِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي رَجَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَخْطُبُ عَلَى مِنْبَرِكُمْ يَعْنِي مِنْبَرَ الْبَصْرَةِ يَقُولُ صَدَقَةُ الْفِطْرِ صَاعٌ مِنْ طَعَامٍ قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ هَذَا أَثْبَتُ الثَّلَاثَةِ
