আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩২- সেচকার্য সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১৯৮
আন্তর্জাতিক নং: ২৩৫২
১৪৬৬. পূর্বোক্ত পরিচ্ছেদ
২১৯৮। আবুল ইয়ামান (রাহঃ) ....আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) এর জন্য একটি বকরীর দুধ দোহন করা হল। তখন তিনি আনাস ইবনে মালিক (রাযিঃ) এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালিকের বাড়ীর কূপের পানি মিশানো হল। তারপর পাত্রটি রাসূলুল্লাহ (ﷺ) কে দেওয়া হল। তিনি তা থেকে পান করলেন। পাত্রটি তাঁর মুখ থেকে আলাদা করার পর তিনি দেখলেন যে, তাঁর বাঁদিকে আবু বকর ও ডান দিকে একজন বেদুঈন রয়েছে। পাত্রটি তিনি হয়ত বেদুঈনকে দিয়ে দেবেন এ আশঙ্কায় উমর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আবু বকর (রাযিঃ) আপনার পাশেই,তাকে পাত্রটি দিন। তিনি বেদুঈনকে পাত্রটি দিলেন, যে তাঁর ডানপাশে ছিল। তারপর তিনি বললেন,ডানদিকের লোক বেশী হকদার।
بَاب فِي الشُّرْبِ
2352 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ، وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ، وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنَ البِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ، فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ القَدَحَ، فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ القَدَحَ مِنْ فِيهِ، وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، فَقَالَ عُمَرُ: وَخَافَ أَنْ يُعْطِيَهُ الأَعْرَابِيَّ، أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ، فَأَعْطَاهُ الأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ، ثُمَّ قَالَ: «الأَيْمَنَ فَالأَيْمَنَ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত হাদীছটিতে দেখা যাচ্ছে, সর্বপ্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপান করেছেন। তিনি ছিলেন মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি। তাই শুরুটা তাঁর থেকেই হওয়ার কথা। তারপর তিনি তাঁর ডান পাশে যে ছিল তাকে পান করতে দিয়েছেন। ডান পাশে ছিল এক বেদুঈন। বাম পাশে হযরত আবু বকর সিদ্দীক রাযি.। মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. শ্রেষ্ঠ হলেও তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামদিকে ছিলেন, তাই বেদুঈনের উপর তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে ডান দিকের জনকে। যদিও সে একজন বেদুঈন এবং মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. অপেক্ষা অনেক নিচে।

নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ২১৯৮ | মুসলিম বাংলা