কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২২. রোযার অধ্যায়

হাদীস নং: ২৩৯৬
আন্তর্জাতিক নং: ২৩৯৬
রোযা হ্রাস-বৃদ্ধি করা এবং এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) বর্ণিত হাদীসের বর্ণনাকারীদের বর্ণনা পার্থক্য এর উল্লেখ
২৩৯৮। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) এবং যাকারিয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... শুআয়ব (রাহঃ)-এর পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তুমি একদিনের রোযা পালন কর তাহলে তুমি দশ দশ দিন রোযা পালন করার সাওয়াব পাবে। আমি বললাম, আরো কিছু বাড়িয়ে দিন। তিনি বললেন, তাহলে তুমি দুই দিনের রোযা পালন কর, তাহলে অবশিষ্ট নয়দিনের রোযা পালন করার সাওয়াবও তোমার অংশে লেখা হবে। আমি বললাম, আরো কিছু বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তুমি তিন দিনের রোযা পালন কর, তাহলে অবশিষ্ট আট দিনের রোযা পালন করার সওযাবও তোমার অংশে লেখা হবে।

ছাবিত (রাহঃ) বলেন যে, আমি এ হাদীস মুতাররিফ (রাহঃ)-এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, আমার মনে হয় এ হাদীসের অর্থ হল, রোযা পালনকারী আমলের সংখ্যা বাড়ালেও সাওয়াব কম হবে। বর্ণনাকারী মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) এভাবে বর্ণনা করেছেন।
باب ذِكْرِ الزِّيَادَةِ فِي الصِّيَامِ وَالنُّقْصَانِ وَذِكْرِ اخْتِلاَفِ النَّاقِلِينَ لِخَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَأَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صُمْ يَوْمًا وَلَكَ أَجْرُ عَشْرَةٍ " . فَقُلْتُ زِدْنِي . فَقَالَ " صُمْ يَوْمَيْنِ وَلَكَ أَجْرُ تِسْعَةٍ " . قُلْتُ زِدْنِي . قَالَ " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَكَ أَجْرُ ثَمَانِيَةٍ " . قَالَ ثَابِتٌ فَذَكَرْتُ ذَلِكَ لِمُطَرِّفٍ فَقَالَ مَا أُرَاهُ إِلاَّ يَزْدَادُ فِي الْعَمَلِ وَيَنْقُصُ مِنَ الأَجْرِ وَاللَّفْظُ لِمُحَمَّدٍ .
সুনানে নাসায়ী - হাদীস নং ২৩৯৬ | মুসলিম বাংলা