কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২২. রোযার অধ্যায়
হাদীস নং: ২৩২৬
আন্তর্জাতিক নং: ২৩২৬
রোযার নিয়ত এবং এ প্রসঙ্গে আয়িশা সিদ্দিকা (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসে তালহা ইবনে ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনার বিভিন্নতার উল্লেখ
২৩২৮। আমর ইবনে আলী (রাহঃ) ......... উম্মুল মু’মিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একবার তার কাছে আসলেন তখন তিনি রোযা পালন করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে আহারের কিছু আছে কি যা আমাকে খাওয়াতে পার? আমরা বললাম, না; তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে আমি রোযার নিয়ত করে নিলাম।
এরপর তিনি আয়িশা (রাযিঃ)-এর কাছে আবার আসলেন তখন আয়িশা (রাযিঃ) বললেন যে, আমাদেরকে কিছু উপহার দেওয়া হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন, কি? তিনি বললেন, হায়স, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো সকালে রোযার নিয়ত করে ফেলেছিলাম, অতঃপর খেলেন।
এরপর তিনি আয়িশা (রাযিঃ)-এর কাছে আবার আসলেন তখন আয়িশা (রাযিঃ) বললেন যে, আমাদেরকে কিছু উপহার দেওয়া হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন, কি? তিনি বললেন, হায়স, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো সকালে রোযার নিয়ত করে ফেলেছিলাম, অতঃপর খেলেন।
باب النِّيَّةِ فِي الصِّيَامِ وَالاِخْتِلاَفِ عَلَى طَلْحَةَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ فِي خَبَرِ عَائِشَةَ فِيهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِيهَا وَهُوَ صَائِمٌ فَقَالَ " أَصْبَحَ عِنْدَكُمْ شَىْءٌ تُطْعِمِينِيهِ " . فَنَقُولُ لاَ . فَيَقُولُ " إِنِّي صَائِمٌ " . ثُمَّ جَاءَهَا بَعْدَ ذَلِكَ فَقَالَتْ أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ . فَقَالَ " مَا هِيَ " . قَالَتْ حَيْسٌ . قَالَ " قَدْ أَصْبَحْتُ صَائِمًا " . فَأَكَلَ .
