কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২২. রোযার অধ্যায়
হাদীস নং: ২৩০৯
আন্তর্জাতিক নং: ২৩০৯
এ প্রসঙ্গে আবু নযরাহ মুনযির ইবনে মালিক ইবনে কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ
২৩১১। ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতক রোযা পালনকারী ছিলেন আর কতক রোযা ভঙ্গকারী ছিলেন। আমাদের রোযা পালনকারীরাও রোযা ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর রোযা ভঙ্গকারীরাও রোযা পালনকারীদের তিরস্কার করছিলেন না।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ بْنِ مَالِكِ بْنِ قُطَعَةَ فِيهِ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، قَالَ كُنَّا نُسَافِرُ فِي رَمَضَانَ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ لاَ يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ يَعِيبُ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ .


বর্ণনাকারী: