কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২২. রোযার অধ্যায়

হাদীস নং: ২২৯২
আন্তর্জাতিক নং: ২২৯২
মনসুর (রাহঃ) এর বর্ণনার পার্থক্য
২২৯৫। হুমায়দ ইবনে মাসআদাহ (রাহঃ) ......... আওয়াম ইবনে হাওশাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, আমি মুজাহিদ (রাহঃ) কে বললাম, সফর অবস্থায় রোযা (কি পালন করতে হবে?) তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) (সফর অবস্থায় কখনো) রোযা পালন করতেন (আবার কখনো) রোযা ভঙ্গ করতেন।
باب ذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى مَنْصُورٍ
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، قَالَ قُلْتُ لِمُجَاهِدٍ الصَّوْمُ فِي السَّفَرِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ وَيُفْطِرُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী - হাদীস নং ২২৯২ | মুসলিম বাংলা