কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২২. রোযার অধ্যায়
হাদীস নং: ২২৮৪
আন্তর্জাতিক নং: ২২৮৪
সফরকালীন রোযা পালনকারী বাড়িতে অবস্থানকালীন রোযা ভঙ্গকারীর ন্যায়
২২৮৭। মুহাম্মাদ ইবনে আবান বালাখী (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হয় যে, সফরকালীন অবস্থায় রোযা পালন করা বাড়ীতে অবস্থানকালে রোযা ভঙ্গ করার ন্যায়। (সফরকালীন অবস্থায় রোযা পালন দ্বারা যদি রোযা পালনকারী পরিশ্রান্ত হয়ে যায় তবে তার জন্য রোযা ভঙ্গ করাই উত্তম)।
باب ذِكْرِ قَوْلِهِ الصَّائِمُ فِي السَّفَرِ كَالْمُفْطِرِ فِي الْحَضَرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ يُقَالُ الصِّيَامُ فِي السَّفَرِ كَالإِفْطَارِ فِي الْحَضَرِ .
