আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩১- চাষাবাদ ও বর্গাচাষের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৩২৯
১৪৫৩. বর্গাচাষে যদি বছর নির্দিষ্ট না করে
২১৭৮। মুসাদ্দাদ (রাহঃ) ....ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) উৎপাদিত ফল কিংবা ফসলের অর্ধেক শর্তে খায়বরের জমি বর্গা দিয়েছিলেন।
