কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২২. রোযার অধ্যায়

হাদীস নং: ২১৮৮
আন্তর্জাতিক নং: ২১৮৮
সন্দেহযুক্ত দিনে রোযা পালন করা
২১৯২। আব্দুল্লাহ ইবনে সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... সিলাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা আম্মার (রাযিঃ)-এর কাছে ছিলাম, এমন সময়ে একটি ভুনা বকরী নিয়ে আসা হল। তিনি বললেন খাও। তখন উপস্থিত লোকদের একজন পাশে সরে গেলেন এবং বললেন যে, আমি রোযা পালন করছি। তখন আম্মার (রাযিঃ) বললেনঃ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে রোযা পালন করল সে আবুল কাসিম [রাসূলুল্লাহ (ﷺ)]-এর অবাধ্যতা করল।
باب صِيَامِ يَوْمِ الشَّكِّ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ، عَنْ أَبِي خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَقَالَ كُلُوا . فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ قَالَ إِنِّي صَائِمٌ . فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ২১৮৮ | মুসলিম বাংলা