কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২২. রোযার অধ্যায়

হাদীস নং: ২১৭৭
আন্তর্জাতিক নং: ২১৭৭
এ প্রসঙ্গে মুহাম্মাদ ইবনে ইবরাহীম (রাহঃ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্যের উল্লেখ
২১৮১। রবী ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) এর রোযা পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন রোযা পালন করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে, তিনি আর রোযা ভঙ্গ করবেন না। আবার যখন রোযা ভঙ্গ করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে তিনি আর রোযা পালন করবেন না। তিনি শা’বান মাসের পূরা অধিকাংশ দিন রোযা পালন করতেন।
باب الاِخْتِلاَفِ عَلَى مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ فِيهِ
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ وَكَانَ يَصُومُ شَعْبَانَ أَوْ عَامَّةَ شَعْبَانَ .
সুনানে নাসায়ী - হাদীস নং ২১৭৭ | মুসলিম বাংলা