কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২২. রোযার অধ্যায়
হাদীস নং: ২১৫৪
আন্তর্জাতিক নং: ২১৫৪
রোযার অধ্যায়
সাহরী বিলম্বে খাওয়া
২১৫৮। আমর ইবনে আলী (রাহঃ) ......... সিলাহ ইবনে যুফার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হুযাইফা (রাযিঃ)-এর সাথে সাহরী খেলাম। অতঃপর মসজিদে গিয়ে দু’রাক'আত ফজরের নামায (সুন্নত) আদায় করলাম। তারপরই নামাযের (জামাআতের) ইকামত দেয়া হল এবং আমরা নামায (ফজরের ফরয) আদায় করলাম।
كتاب الصيام
باب تَأْخِيرِ السَّحُورِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى زِرٍّ فِيهِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ حَدَّثَنَا أَبُو يَعْفُورٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ تَسَحَّرْتُ مَعَ حُذَيْفَةَ ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَسْجِدِ فَصَلَّيْنَا رَكْعَتَىِ الْفَجْرِ ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّيْنَا .
বর্ণনাকারী: